নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় জেলাপ্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদক নির্মূলে সমন্বিত পরিকল্পনা (CAP)বাস্তবায়নে NGO রিকভারি ও হরিজন সম্প্রদায়ের সমন্বয়ে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা এর উপপরিদর্শক মোঃ মঈনউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম
এই সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা এর সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন।
এই সময় বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং হরিজন সম্প্রদায়ের লোকজনকে মাদক সেবন বিস্তার রোধে সচেতন থাকার আহবান জানান।