কুৃষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
বহুল প্রতিক্ষিত কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দ্বি- বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫’) এর ভোট গ্রহণ আজ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে।এবারের কেপিসি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২০ জন। ২৩ টি পদের জন্য প্রার্থী রয়েছেন ৪৫ জন। দারুণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীগণ বিরামহীনভাবে কুষ্টিয়া জেলার সবকটি থানার ভোটারদের সহিত নিবিড় সম্পর্ক স্হাপনের চেষ্টা সহ নিজ নিজ পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন যা বিগত কেপিসি’র কোন ভোটে এমনটি চোখে পড়েনি।সমস্ত জল্পনা ও কল্পনার গন্ডি পেরিয়ে চুড়ান্ত হিসেব নিকেশের দিন আজ ।দেখা যাক বিজয়ের হাসিতে কার কার নাম যুক্ত হয়,ততক্ষণ পর্যন্ত ভোটারও প্রার্থীদের অপেক্ষার পালা।
সৎ,যোগ্য,শিক্ষিত,তথা অধিকতর যোগ্যতা সম্পন্ন এবং অবহেলিত,বঞ্চিত তৃণমুল সাংবাদিকদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করা প্রার্থীগণকেই ভোটাররা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন,এবং নির্বাচিত প্রার্থীরা তাদের মেয়াদকালে প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মানের চোখে দেখবেন এমনটাই সকলের প্রত্যাশা।