২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল আজ। একটু পরেই আহমেদাবাদে ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। এবারের জয়ী দল কত পাবে?
গুজরাট বা চেন্নাই আজ যে দল চ্যাম্পিয়ন হবে, তারা পাবে ২০ কোটি রুপি। বাংলাদেশি টাকায় প্রায় ২৬ কোটি। রানার্সআপ দল পাবে ১৩ কোটি রুপি। ২০১৬ সাল থেকেই চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি একই আছে। ২০১৯ সাল পর্যন্ত রানার্সআপ দল পেত ১১ কোটি, ২০২১ সাল থেকে সেটি বেড়ে হয়েছে ১৩ কোটি।
এবার তৃতীয় হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স পাচ্ছে ৭ কোটি রুপি। চতুর্থ স্থানে থাকা লখনৌ পাচ্ছে ৬ কোটি ৫০ লাখ রুপি।
২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পরও মুম্বাই পেয়েছিল ১০ কোটি রুপি। করোনাভাইরাসের কারণে সেবার অর্থ পুরস্কার কমিয়ে আনা হয়েছিল।
গত অক্টোবর-নভেম্বরে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড পেয়েছিল ১৬ লাখ ডলার বা ১৭ কোটি টাকার কিছু বেশি।