লা লিগায় গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিউস জুনিয়র। তার আগে বর্ণবাদের শিকার হয়েছিলেন। লাল কার্ডের কারণে স্বাভাবিকভাবেই তার এক ম্যাচে নিষিদ্ধ থাকার কথা তার। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকাকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না। অর্থাৎ বুধবার ভায়োকানোর বিপক্ষে খেলতে বাধা নেই এই ফরোয়ার্ডের।
ভিনিসিউস ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মেজাজ হারিয়ে। ম্যাচের শেষ দিকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ায় ঘটনায় ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগয়চিয়া।
তবে ভিনিকে দেখানো এই লাল কার্ড নিয়ে বিশ্বজুড়েই সমালোচনা হচ্ছিল তুমুল। বিশেষ করে বর্ণবাদের শিকার হওয়ার পরও তাকে নানাভাবে উসকে দেওয়ায় এই লাল কার্ড অন্যায্য ছিল বলেই অভিমত ছিল অনেকের।
ম্যাচের ওই সময়ের নানা ভিডিও ও ছবিতে দেখা যায়, ভ্যালেন্সিয়ার এক ফুটবলার ভিনিসিউসকে পেছনে থেকে গলা পেঁচিয়ে টেনে ধরে রেখেছিলেন। ভিনিসিয়ুসকে নিষিদ্ধ না করার ব্যাখ্যায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি বলেছে, ‘রেফারি একটি ঘটনার খণ্ডিত অংশ দেখে সিদ্ধান্ত নিয়েছেন। আসলে কী ঘটেছে, তা পুরোপুরি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াও অসম্ভব ছিল।’
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি আরেকটি সিদ্ধান্ত নিয়েছে। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ার মারিও কেম্পেস স্ট্যান্ড থেকে ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী কটূক্তি করা হয়েছিল। এই স্ট্যান্ড আগামী পাঁচ ম্যাচ বন্ধ রাখার পাশাপাশি ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
ভ্যালেন্সিয়ার মাঠে ভিনিসিউস ম্যাচের ৭৩তম মিনিটে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হন। ওই ঘটনার জেরে সেদিন খেলা বন্ধ ছিল প্রায় ১০ মিনিট। ম্যাচের শেষেও বিশ্বজুড়ে চলছে তোলপাড়।