২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। এই আসরেই প্রথমবারের মতো সর্বোচ্চ ৩২টি ক্লাব অংশ নেবে।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা শুক্রবার ক্লাব বিশ্বকাপের স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে পরপর তিন বছরে যুক্তরাষ্ট্রে তিনটি বড় ফুটবল আসর আয়োজন নিশ্চিত হলো।
ক্লাব বিশ্বকাপের ঠিক আগের বছর ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আর ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক তারা।
২০২৫ সাল থেকে চার বছর পরপর ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের কথা গত মার্চে জানিয়েছিল ফিফা। ফলে এখনকার ৭ দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে এই বছরের পর থেকে।