ক্যাচ ধরার সময় উল্লাস করতে গিয়ে খুলে পড়তে চাইছিল রোদচশমা। তবে রোদচশমা বেশ সামলে নিয়ে ফিরলেন উল্লাসে, পরিকল্পনা সাজিয়ে জিতিয়ে দিয়েছেন দলকে। এ যেন এক অদ্ভুত মাশরাফী বিন মোত্তর্জাকে দেখল ঢাকা প্রিমিয়ার লিগ। তার এই ভেলকিতে কুপোকাত হয়েছে জনপ্রিয় ক্লাব মোহামেডানের।
সোমবার ডিপিএলের ম্যাচে মুখোমুখি ছিলো মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচটিতে ১০ উইকেটে জিতে নিয়েছে রূপগঞ্জ।
অন্যদিকে এই ম্যাচে রূপগঞ্জের হয়ে খেলতে নেমেছিলেন মাশরাফী। দলের হয়ে ৫২টি বল করেছেন তিনি (৮.৪ ওভার)। এরমধ্যে তিন ওভার ছিল রানশূন্য। বাকি ৩৪ বলে দিয়েছেন ১৭ রান।এবং ৮.৪ ওভার বল করেই ধসিয়ে নামিয়েছেন প্রতিপক্ষের ইনিংস। তিনি একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। তা ছাড়া ফিল্ডিংয়েও দেখিয়েছেন দারুণ নৈপুণ্য।
স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত দুটি ক্যাচ লুফে নেন। শুধু নিজেই যে নয়, দলকে দিয়েও করিয়েছেন ভালো ফিল্ডিং। তাতে ২২ দশমিক ৪ ওভারে মাত্র ৮০ রানেই ধস নেমেছে মোহামেডানের ইনিংসে। ৫ উইকেট নিয়ে মাশরাফীর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪৫২ উইকেট। এবার এখন পর্যন্ত ৪ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন এই তারকা নড়াইল এক্সপ্রেস। এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়ে নিয়েছেন এই অদম্য বীর।
বিপিএলের সবশেষ আসরেও ক্রিকেট পাড়ার বেশ আলোচিত নাম ছিল এই তারকা ক্রিকেটারের। বর্তমানে রাজনীতিতে বেশির ভাগ সময় দিলেও ভুলে যাননি প্রিয় ক্রিকেটকে। তারই প্রমাণ দিলেন আরও একবার। ৪০ ছুঁইছুঁই বয়সে এসেও তার এমন পারফরমেন্স নজর কেড়েছে ক্রিকেটভক্তদের মনে। এতে নেটিজেনরাও প্রশংসায় ভাসিয়েছেন তাকে।
NRD TV আনন্দ বিনোদনে এন আর ডি নিউজ এর সাথেই থাকুন লাইক দিন শেয়ার দিন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।