পিএসজির হয়ে লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করার পরদিনই বার্সেলোনায় ফিরলেন লিওনেল। যোগ দিলেন কোল্ডপ্লে কনসার্টে। আর এ জন্য ফ্রেঞ্চ ফুটবলের ইউএনএফপি ট্রফি অনুষ্ঠানে যোগ দেননি আর্জেন্টাইন তারকা।
টুইটারে মেসির বার্সেলোনায় কনসার্টে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ভিডিওতে দেখা যায় ভক্তরা মেসি মেসি স্লোগানে মাতিয়ে রেখেছেন চারপাশ।
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসেই। গুঞ্জন আছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না মেসি। ফের তার শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরবেন।
ঠিক এমন প্রেক্ষাপটে পিএসজির হয়ে অনুষ্ঠানে যোগ না দিয়ে মেসি ফিরলেন বার্সেলোনায়। যা তার কালাতান ক্লাবটিতে ফেরার গুঞ্জনে নতুন মাত্রাই যোগ করল বলা চলে।