শৈশবের ক্লাব বার্সেলোনা বা সৌদি আরবের ক্লাব আল-হিলাল নয়। লিওনেল মেসি তার ক্লাব ক্যারিয়ারের নতুন ঠিকানা বেছে নিলেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি নিজেই এ ঘোষণা দিয়েছেন।
ফরাসি ক্লাব পিএসজিকে এরই মধ্যে বিদায় বলে দিয়েছেন মেসি। তবে কাগজে কলমে এখনও দলটির সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়নি। আগামী ৩০ জুন পর্যন্ত সেই চুক্তির মেয়াদ আছে।
এদিকে মেজর লিগ সকারে গ্রীষ্মকালীন দলবদল শুরু হবে ৫ জুলাই থেকে। অর্থাৎ এর আগ পর্যন্ত অন্তত মেসির ইন্টার মায়ামিতে অভিষেকের সম্ভাবনা নেই।
চুক্তির আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেকের সম্ভাব্য তিনটি তারিখের কথা জানা যাচ্ছে। আগামী ৮ জুলাই ডিসি ইউইনাইটেড ও ১৫ জুলাই সেন্ট লুইস সিটির মাঠে খেলবে মায়ামি। ২১ জুলাই লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দলটির।
এই ম্যাচ তিনটির মধ্যে ক্রুজ আজুলের বিপক্ষেই মেসির অভিষেকের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে শোনা যাচ্ছে। এমন কি মেসির অভিষেকের সম্ভাবনায় এ ম্যাচের টিকেটের দাম বেড়ে গেছে ১০৩৪ শতাংশ!
মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এই ম্যাচের টিকেটের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। মেসির ঘোষণার পর সেটি বেড়ে ৩৫,৫৪৪ টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে টিকপিক, যা নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম।