টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন মইন আলি। তবে ক’দিন ধরেই অবসর ভেঙে ফের তার ইংল্যান্ডের টেস্ট দলে ফেরার আলোচনা ছিল। হলোও সেটাই। এই অলরাউন্ডারকে অ্যাশেজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে যুক্ত করেছে ইংল্যান্ড।
স্পিনার জ্যাক লিচের জায়গায় সুযোগ পেয়েছেন মইন। চোটের কারণে লিচ এই সিরিজে খেলতে পারবেন না।
৩৫ বছর বয়সী মইন ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের অনুরোধে সেই অবসর ভাঙলেন তিনি। অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্র্যান্ডন ম্যাককালাম তার সঙ্গে কথা বলেছেন।
মইনের ফেরা প্রসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রবি কি বলেছেন, ‘টেস্টে ফেরার বিষয়ে এ সপ্তাহের শুরুতে আমরা মইনের সঙ্গে যোগাযোগ করি। কিছুদিন এ নিয়ে ভাবার পর মইন এখন দলে যোগ দিয়ে টেস্ট খেলতে উন্মুখ হয়ে আছে। তার বিশাল অভিজ্ঞতা ও অলরাউন্ডিং সামর্থ্য অ্যাশেজে আমাদের কাজে লাগবে। অ্যাশেজ অভিজানের জন্য মইন এবং স্কোয়াডের বাকি সবাইকে আমরা শুভ কামনা জানাচ্ছি।’
এখন পর্যন্ত মইন ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্টে ২৯১৪ রান করেছেন, উইকেট নিয়েছেন ১৯৫টি।
অ্যাশেজ শুরু হবে আগামী ১৬ জুন থেকে।