নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচ জিতে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছিল বাবর আজমের দল। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৪৮ ঘণ্টা এক নম্বরে ছিল পাকিস্তান। রবিবার শেষ ম্যাচ হারের পর পাকিস্তান সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। তবে এরপরও একদিনের ক্রিকেটের বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়েও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে শীর্ষ দুইয়ে ওঠে এসেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (১১ মে) বার্ষিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। তাতে ১১৮ রেটিং নিয়ে সবার ওপরে অবস্থান করছে এই ফরম্যাটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে জায়গা হয়েছিল রোহিত শর্মার দলের। আর ১১২ পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গিয়েছিল তিন নম্বরে। তবে বৃহস্পতিবার হালনাগাদকৃত র্যাংকিংয়ের দুইয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের পয়েন্ট এখন ১১৬।
১১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ ছাড়া নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে। বাংলাদেশের বেড়েছে তিন পয়েন্ট। ৯৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই আছে বাংলাদেশ।