এন আর ডি ডেস্ক নিউজ ঃ
জন্ম ও বেড়ে ওঠা জাপানে। তবে ফুটবল নিয়ে তার স্বপ্ন বাংলাদেশ ঘিরে। সেই স্বপ্ন পূরণও হয়েছে মাতসুশিমা সুমাইয়ার। এই তো কদিন আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তার। এবার এশিয়ান গেমসের ফুটবলেও সুযোগ হলো এই মিডফিল্ডারের।
আজ (মঙ্গলবার) এশিয়াডের নারী ফুটবলের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে সুমাইয়ার সঙ্গে আছেন শামসুন্নাহার জুনিয়র। জ্বরের কারণে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ছিলেন না এই ফরোয়ার্ড।
জাপানে জন্ম নেওয়া সুমাইয়া দেশের ফুটবলে আছেন অনেক দিন থেকেই। তবে জাতীয় দলের দরজা খুলছিল না। অবশেষে সুযোগ মেলে নেপালের বিপক্ষে। ১৩ ও ১৬ জুলাই খেলা প্রীতি ম্যাচ দুটিতে বদলি হয়ে নেমেছিলেন এই মিডফিল্ডার। তবে এশিয়াড ফুটবল দিয়েই প্রথমবার দেশের বাইরে জাতীয় দলের সঙ্গে যাচ্ছেন সুমাইয়া।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হাংঝুতে হতে যাচ্ছে এশিয়ান গেমস। এবারই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল পূর্ণ শক্তি নিয়ে যাবে প্রতিযোগিতাটিতে।
এই দলে আছেন অভিজ্ঞ ফরোয়ার্ড সাবিনা খাতুনও। আছেন সানজিদা আক্তার-কৃষ্ণা রানীরাও।
বাংলাদেশ স্কোয়াড: রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, মার্জিয়া, স্বপ্না রানী, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শাহেদা আক্তার রিপা, সুরমা জান্নাত, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা।