ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না তিনি। প্যারিসের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমে। চুক্তিতে শর্তসাপেক্ষে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও এমবাপ্পের তাতে আগ্রহ নেই। কারণ তিনি বুঝে গেছেন, এই ক্লাবটির হয়ে সবকিছু জয় করা তার জন্য সহজ নয় মোটেও।
ইতালিয়ান গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে এমবাপ্পে বলেন, ‘আমার মতো একজন খেলোয়াড়ের জন্য সবকিছু জয় করাই লক্ষ্য। কিন্তু আমরা জানি পিএসজিতে কিছু সমস্যা আছে।’ এখানে এমবাপ্পে সবকিছু বলতে আসলে চ্যাম্পিয়নস লিগের দিকেই ইঙ্গিত করেছেন।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে খেলতে আসেন এমবাপ্পে। ২০১৮ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে তাকে পাকাপাকিভাবে দলে টানে পিএসজি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২৬০ ম্যাচে ২১২ গোল করেছেন তিনি। ফ্রান্সের হয়ে ৬৮ ম্যাচে করেছেন ৩৮ গোল।
পিএসজিতে নিজের ছয় মৌসুমের পাঁচটিতেই লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এমবাপ্পে। শেষ পাঁচ মৌসুমের প্রতিবারই হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। কিন্তু পিএসজি ফ্রেঞ্চ ফুটবলে দাপট দেখালেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় দাপট দেখাতে পারছে না। সবশেষ দুই মৌসুমে লিওনেল মেসির মতো তারকাকে নিয়েও সেটা পারেনি দলটি।
মেসিও এরই মধ্যে ফরাসি ক্লাবটি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এমবাপ্পেও আর এক মৌসুমের বেশি থাকতে চাচ্ছেন না। সংবাদমাধ্যমে খবর, এমবাপ্পেকে আগেভাগে ছেড়ে দিতে চাইছে পিএসজিও। কারণ, ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হয়ে চলে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্লাবটি।
এই যখন চিত্র, তখন এমবাপ্পে ক্লাবের ভেতরের পরিবেশ নিয়েও কথা বলেছেন। ‘আমরা জানতাম যে পিএসজিতে কিছু সমস্যা ছিল, যার জন্য আমরা দ্রুতই বা পরে মূল্য দিতে যাচ্ছি।’- বলেন এমবাপ্পে।