এই গ্রীষ্মের দল-বদলে মেসি ফিরবেন বার্সেলোনায়, এমনটি ভেবেছিলেন অনেকেই। মেসি নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিকে। মেসির সিধান্তের পর নেইমার যোগাযোগ করেছেন বার্সেলোনা ক্লাবের সঙ্গে। তিনি ফিরতে চাইছেন বার্সেলোনায়। এমন খবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
স্পোর্তর কথা উল্লেখ করে টিওয়াইসি স্পোর্টস জানায়, নেইমার বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি ফিরতে চান। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি আছে ২০২৫ এর জুন পর্যন্ত। তবে নেইমার উপায় খুজছেন ক্লাব ছাড়ার। টিওয়াইসি আরও জানায়, নেইমার বার্সেলোনায় ফেরার জন্য বেতন কমাতেও রাজি।
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার।
নেইমার ইনজুরির কারণে ২০২২-২৩ মৌসুমে পিএসজির হয়ে খেলেছেন ২৯ ম্যাচ। কিছুদিন আগে নেইমারের বাড়ির সামনে পিএসজি সমর্থকরা বিক্ষোভ করে। তাকে বের হয়ে যেতে বলেন ক্লাব থেকে। বিষয়টি পছন্দ হয়নি নেইমারের। তাই চাইছেন ক্লাব ছাড়তে।