পিএসজি অধ্যায় শেষ করে লিওনেল মেসি পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে। সেখানে ইন্টার মায়ামির হয়ে তিনি খেলবেন বলে জানিয়েছেন। এমন ঘোষণার পর কাল রাতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। তবে আর্জেন্টাইন মহাতারকার আসছেন খবরে রোমাঞ্চের ছায়া পড়েনি তাদের মাঠের পারফরম্যান্সে।
ম্যাসাচোসেটসের ফক্সবার্গে কাল নিউ ইংল্যান্ড রিভলিউশনের সঙ্গে ৩-১ গোলে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। যা মেজর লিগ সকারে তাদের টানা ষষ্ঠ হার। রিভিলিউশনের এই জয়ের নায়ক চার্লস গিল। নিজে গোল করেছেন। পাশাপাশি অন্যদের দিয়ে করিয়েছেন বাকি দুটি।
খেলার ২৭ মিনিটেই এগিয়ে যায় রিভলিউশনরা। পেনালটি থেকে গোল পেয়ে যান চার্লস গিল। তার ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাট পোলস্টার। এই গোলের সঙ্গেও জড়িয়ে গিল। তার অ্যাসিস্টেই গোলের দেখা পান ম্যাট। দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
বিরতির পর ৫১ মিনিটে ফের গোলের দেখা পায় নিউ ইংল্যান্ড। ববি উডের শটে এবার বল জড়ায় মায়ামির জালে। এবারও গোলের সুযোগ তৈরি করে দেন চার্লস গিল।
তবে ম্যাচের ৮৪ মিনিটে গিয়ে পেনালটি পায় মায়ামি। সেখান থেকে গোল করে হারের ব্যবধান কমান জুসেফ মার্তিনেজ।
মেজর লিগ সকারে এটা ছিল মায়ামির টানা ষষ্ঠ হার। ১৭ ম্যাচের মধ্যে তারা হেরেছে ১২টিতে। বিপরীতে জয় মাত্র ৫টিতে। তাতে ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকায় সবার নিচে। অন্যদিকে মায়ামিকে হারিয়ে আটলান্টা ইউনাইটেডকে পেছনে ফেলেছে নিউ ইংল্যান্ড রিভলিউশন। ৩০ পয়েন্ট তারা বর্তমানে আছে তালিকার চতুর্থ স্থানে।