মৌলভীবাজার প্রতিনিধি::
উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা। একসময় ফুটবল খুব ভালো অবস্থানে ছিল। দূর ভাগ্য আমাদের ফুটবল খেলা এখন নিচে নেমে এসেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে। ঠিক তখনি উনার নেতৃত্বে প্রত্যেকটি সেক্টর অগ্রসর হচ্ছে উন্নতি হচ্ছে। ঠিক তেমনি ভাবে ফুটবল খেলাকে এগিয়ে নেয়ার জন্য প্রাথমিক স্কুল গুলোতে টুর্নামেন্ট দেয়া হয়েছে। এখান থেকে যাতে ছেলে মেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করে নিজেদের শরীর গঠন করতে পারে ও আনন্দ করতে পারে। ভালো খেলোয়াড় হিসেবে বেরিয়ে আসতে পারে।
ফাইনাল ম্যাচে মেয়েদের দুটি দল অংশগ্রহণ করে সোনাপুর সা:প্রা:বি: বনাম একামধু সা:প্রা:বি:। খেলার নির্ধারিত সময় শেষে দুই দল কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে সোনাপুর সা:প্রা:বি: জয়লাভ করে। অন্য দিকে ছেলেদের দুটি দল অংশগ্রহণ করে একামধু সা:প্রা:বি: বনাম কুঞ্জলতা সা:প্রা:বি:। কুঞ্জলতা স:প্রা:বি: ১-০ গোলে জয়লাভ করে।
বিজয়ীদের মধ্যে ট্রফি ও মেডেল পুরস্কার তুলে দেন নেছার আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, রাজানগর উপজেলা উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন, ৮নং মনসুরনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।