আসছে ঘরোয়া মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের রাজ্য দল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
৫১ বছর বয়সী ক্লুজনার বছরে ১০০ দিন ত্রিপুরার রঞ্জি দলের সঙ্গে কাজ করবেন। এর আগে যিনি দিল্লির পরামর্শক কোচ হিসেবে কাজ করেছেন।
ত্রিপুরার রঞ্জি দলের পাশাপাশি ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক ৮টি দলের সঙ্গেও কাজ করবেন ক্লুজনার।
১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ক্লুজনার। ব্যাট হাতে একের পর এক ম্যাচে তিনি কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। সেবার বিশ্বকাপে প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হতে না পারলেও টু্র্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন ক্লুজনার।
প্রোটিয়াদের হয়ে ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে মোট ২২০টি ম্যাচ খেলেছেন ক্লুজনার। করেছেন ৫৪৮২ রান। নিয়েছেন ২৭২ উইকেট।
ক্লুজনার বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের বিপিএলেও তিনি প্রধান কোচ হিসেবে কাজ করেছেন রাজশাহী কিংস ও খুলনা টাইগার্সের হয়ে।
নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ব্যাটিং কোচ ছিলেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন আফগানিস্তানের প্রধান কোচ।