লড়াইটা কি তবে সেরা রক্ষণ আর সেরা আক্রমণভাগের? ইন্তার মিলান ও ম্যানচেস্টার সিটির মধ্যকার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে এই প্রশ্নটা করাই যায়।
ইউরোপীয় ফুটবলে মিলানের রক্ষণ যেমন সমাদৃত, তেমনই সিটির আক্রমণভাগ দুর্দমনীয়।
ইস্তানবুলে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির মুখোমুখি হবে মার্তিনেজের ইন্তার। চ্যাম্পিয়নস লিগে এর আগে যারা তিনবার শিরোপা জিতেছে। সিটি অবশ্য ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে কখনো শিরোপা উল্লাস করতে পারেনি। এবার সেই আক্ষেপ দূর করতে হলে ইন্তারের রক্ষণ চ্যালেঞ্জ উতরাতে হবে।
অন্যদিকে ইন্তার যদি ফের জমাট রক্ষণে প্রতিপক্ষকে আটকে দেওয়ার গল্প লিখতে পারে, তবে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘুরে তুলতে পারবে। তবে ইন্তারের জন্য কাজটা আসলে সহজ হবে না মোটেও। সিটির আক্রমণভাগ যে গড়া আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, জ্যাক গ্রিলিশ, ইকেই গুন্দোয়ানদের নিয়ে। এদের যে কোনো একজন জ্বলে উঠলেই ইন্তারকে হতাশায় পুড়তে হতে পারে।
ফাইনালে আসার আগে নক আউট পর্বের ছয় ম্যাচে মাত্র তিনটি গোল হজম করেছে ইন্তার। এই পরিসংখ্যান এবং ইন্তারের খেলার ধরন আশা দেখাচ্ছে ক্লাবটিকে। অন্যদিকে রক্ষণাত্মক খেলা দলগুলোর বিপক্ষে প্রিমিয়ার লিগের হারের দুঃস্মৃতি আছে ম্যানসিটির। তাই ফাইনাল ইন্তারের রক্ষণ নিয়ে তাদের সতর্ক থাকতেই হচ্ছে।
যদিও গার্দিওলা বলেছেন ইন্তার শুধু রক্ষণাত্মক দলই নয়, ‘ইন্তার এমন একটা দল যারা শুধু রক্ষণাত্মক দিক থেকেই সেরা নয়। একটা ধারণা আছে যে ইতালিয়ান দলগুলো শুধু ডিফেন্ড করতে জানে, তবে ইন্তার আরও অনেক কিছু করতে জানে।’