বৃহস্পতিবার (১৫ জুন) দেশটির রাজধানী নমপেনে টানা তৃতীয়বারের মতো কম্বোডিয়াকে তাদেরই মাঠে হারিয়েছেন জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন মজিবর রহমান জনি। জাতীয় দলের হয়ে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নামা এই মিডফিল্ডার পেলেন তার প্রথম আন্তর্জাতিক গোল।
মজিবর রহমান জনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফর্টিস এফসির হয়ে খেলে থাকেন।
ম্যাচের ২৪তম মিনিটে ডান দিক থেকে কম্বোডিয়ার বক্সে ফয়সাল আহমেদের বাতাসে ভেসে আসা লম্বা ক্রস বাঁ পায়ের ভলিতে জালে পাঠান মজিবর।
কম্বোডিয়ার সঙ্গে ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ, অন্য ম্যাচটি ড্র।
সর্বশেষ তিন ম্যাচেই জয়। যার প্রথমটি ২০১৯ সালের মার্চে ফিফা প্রীতি ম্যাচ। দ্বিতীয়টি গত বছর সেপ্টেম্বরে। তৃতীয়টি এসেছে আজ।
তিনটি ম্যাচই জয়ের ব্যবধান ১-০। কম্বোডিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং ১৭৬, বাংলাদেশের ১৯২।
বাংলাদেশে একাদশ: আনিসুর রহমান (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ, জামাল ভূঁইয়া, আলমগীর মোল্লা, সোহেল রানা, মজিবর রহমান, মেহেদী হাসান, সোহেল রানা ও সুমন রেজা।