ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যা তার চতুর্থ সেঞ্চুরি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনটা বাংলাদেশ ‘এ’ দল শুরু করে বড় চ্যালেঞ্জ নিয়ে। সামনে পাহাড় লক্ষ্য। অবশ্য সেদিকে তাকানোর জো নেই। ম্যাচটা ড্র করাই বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিংয়ে শতক তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটার জয়।
জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট টেস্ট খেলা এই ব্যাটার ২২৩ বলে সেঞ্চুরি পূরণ করেন। এই সময়ে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি ১৪টি।
এই প্রতিবেদন খেলার সময় ৪৬১ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশের স্কোর ৭৯ ওভারে ২৭৭/৩। এখনও টাইগারদের জয়ের জন্য চাই ১৮৪ রান। দিনের খেলা বাকি আছে আর ২৫ ওভার।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল তাদের প্রথম ইনিংসে করেছিল ৪৪৫ রান। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করতে পারে ২০৫ রান। স্বাগতিকদের ফলোয়ন করানোর সুযোগ থাকলেও ক্যারিবীয়রা সেটা করায়নি। নিজেরাই ব্যাটিংয়ে নামে। ৫ উইকেটে ২২০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল দলটি।