চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ২০১১ সালের আজকের দিনে বিশ্বকাপ জিতে ঘরে তুলেছিল ভারত। ভারতের বিশ্বকাপ জয়ের যুগপূর্তির এই দিনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
রোববার আইসিসির ওয়েবসাইটে লোগো উন্মোচিত হয়। লোগোর নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’। সমর্থকদের ৯টি আবেগের কথা মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে। আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব,সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ এই নয়টি আবেগের কথা মাথায় রেখে লোগোটির নামকরণ হয়েছে।
আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এই আসর। ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের।অধীর আগ্রহে প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমী ভক্তগন।
Source:
NRD NEWS
Via:
NRD TV