ইরাক ফুটবল দলকে নিয়ে বেশ বিপাকেই পড়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা। অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। যৌন হয়রানির অভিযোগে এক ফুটবলারকে আটকও করা হয়েছে।
লা প্লাতার একটি হোটেল কমপ্লেক্সে ইরাক ফুটবল দলকে রাখা হয়েছিল। কোচ, ট্রেনার, ফুটবলার ও ফেডারেশন কর্তাসহ দলটির বহরে মোট সদস্য সংখ্যা ৪৮ জন।
কিন্তু দলটির আবাসন ব্যবস্থার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান অভিযোগ করেছে, ‘ইরাকিরা হোটেলে দীর্ঘসময় ধরে হইচই করেছেন এবং ভাঙচুর চালিয়েছেন।’
পুলিশ, হোটেল কর্তৃপক্ষ ও অন্যান্য সূত্রের সাহায্যে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, ইরাকের দলটি হোটেলে ওঠার পর থেকে একের পর এক অনিয়ম করে। এর মধ্যে আছে অন্তর্বাস পরে হোটেল লবিতে ঘোরাঘুরি, দোভাষীর সঙ্গে অসদাচরণ, অতিরিক্ত ওজন নিয়ে এলিভেটরে ওঠার পর সেটি অকার্যকর হয়ে যাওয়া এবং কোনো কারণ ছাড়া অগ্নিসংকেত বাজানো।
এদিকে যৌন হয়রানির অভিযোগে যে ফুটবলারকে আটক করা হয়েছে তার নাম প্রকাশ করা হয়নি। পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ক্লারিনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইরাকের দলটিকে তাদের আচরণজনিত কারণে কমপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে দলটির অবস্থান কোথায়, তা অবশ্য জানা যায়নি।
আগামী সোমবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে ইরাক। ‘ই’ গ্রুপে তাদের সঙ্গে আরও রয়েছে ইংল্যান্ড ও তিউনিসিয়া।