বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে ভিনিসিয়ুস জুনিয়র ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে লা লিগা কর্তৃপক্ষকে দায়ী করেছেন তিনি। তার এই অভিযোগের পর উল্টো লা লিগা সভপাতি তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তদন্ত কাজে ভিনি তাদের সহায়তা করছেন না বলেও অভিযোগ তুলেন তিনি।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের এমন মন্তব্য ভালো লাগেনি ভিনিসিয়ুসের। তাই তেবাসের টুইটের দুই ঘণ্টা পর পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সেই জবাবে ভিনি বলেন, ‘বর্ণবাদের সমালোচনা করার বদলে আবারও লা লিগা প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে আক্রমণ করলেন। আপনি যত কথাই বলুন, কিছু না পড়ার ভান করুন, আপনার চ্যাম্পিয়নশিপের সুনামে ধাক্কা লেগেছে। আপনার পোস্টের নিচের মন্তব্য দেখুন, অবাক হবেন। এ বিষয় থেকে আপনার নিজেকে সরিয়ে নেওয়া বর্ণবাদেরই সমান্তরাল। আপনি আমার বন্ধু নন যে বর্ণবাদ নিয়ে আলোচনা করব। আমি চাই ব্যবস্থা গ্রহণ ও শাস্তি। হ্যাশট্যাগে আমার কিছু যায় আসে না।’