বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে শনিবার দুই ভাগে ঢাকায় পৌঁছার কথা আফগানিস্তান ক্রিকেট দলের। দলটির প্রথম বহর এরই মধ্যে পৌঁছে গেছে। জানা গেছে, দ্বিতীয় বহরও চলে আসছে নির্ধারিত সময়েই।
প্রথম ভাগে আফগানদের ১০ সদস্যের একটি বহর ঢাকায় এসেছে। এদিন সকাল ৯টায় এমিরেটসের ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।
মিরপুরে সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন। ম্যাচটি সামনে রেখে বাংলাদেশ দল ক’দিন ধরেই অনুশীলন করে যাচ্ছে। আফগানরা অনুশীলন শুরু করবে রবিবার থেকে।
টেস্ট ম্যাচ খেলে ফিরে গেলেও ঈদ উল আজহার পর ফের বাংলাদেশে আসবে আফগানরা। খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টেস্ট শেষে আফগানরা ঢাকা ছাড়বে ১৯ জুন। ঈদের পর ১ জুলাই দ্বিতীয় দফা ঢাকা আসতে হবে তাদের। ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। ১৪ ও ১৬ জুলাই সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।