আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে শ্রীলঙ্কা। ফলে দ্বিতীয় ওয়ানডেটা তাদের জন্য বাঁচা-মরার। সেই লড়াইয়ে বড় পুঁজি গড়েছে স্বাগতিকরা। প্রতিপক্ষকে দিয়েছে ৩২৪ রানের বড় লক্ষ্য।
হাম্বানটোটায় রবিবার টস জিতে ব্যাট করতে নামে লঙ্কানরা। দুই ওপেনার পাথুম নিশঙ্কা ও দিমুথ করুনারত্নে ৮২ রানের উদ্বোধনী জুটিতে দলকে শক্ত ভিত দেন।
টপ অর্ডারের চার ব্যাটারই রান পেয়েছেন। মিডল ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররও পরিস্থিতির দাবি মিটিয়েছেন। সুবাদে ৬ উইকেটে ৩২৩ রান তুললে পেরেছে লঙ্কানরা।
সর্বোচ্চ ৭৮ রান করেছেন তিনে নামা কুশল মেন্ডিস। ৭৫ বলে ৭ চার ও ১ ছক্কায় তিনি নিজের ইনিংস সাজিয়েছেন। ওপেনার করুনারত্নে ৬২ বলে ৫২ রান করেছেন ৭ চারে। আরেক ওপেনার নিশাঙ্কা ৫৬ বলে ৬ চারে করেছেন ৪৩ রান।
চারে খেলতে নেমে সাদিরা সামারাবিক্রমা ৪৬ বলে ৪৪ রান করেছেন। শেষ দিকে ধনাঞ্জয়া ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই অপরাজিত ছিলেন ২৯ রানে। এছাড়া অধিনায়ক দাসুন শানাকা ১৩ বলে অপরাজিত ২৩ রান করেন।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফরিদ আহমেদ ও মোহাম্মদ নবি।
প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। এই ম্যাচে দলটি খেলতে নেমে চারটি পরিবর্তন নিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন হেমন্থ, লাহিরু কুমারা এবং মাথিশা পাথিরানা জায়গা হারিয়েছেন। তাদের বদলে একাদশে এসেছেন সাদিরা সামারাবিক্রমা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা এবং দুষ্মন্থ চামিরা। আফগানরা অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।