আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ২৭ উইকেট পেয়েছেন রশিদ খান। আছেন বেগুনি টুপি জেতার লড়াইয়েও। তবে আর একটি উইকেট পেলেই নতুন রেকর্ডের মালিক হবেন আফগানিস্তানের অলরাউন্ডার। আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটানস। সেখানেই তার এই মাইলফলক ছোঁয়ার হাতছানি।
বেগুনি টুপির দৌড়ের লড়াইয়ে রশিদ খানের দুই সতীর্থ মোহাম্মদ শামি ও মোহিত শর্মাই প্রধান প্রতিপক্ষ। তারা নিয়েছেন ২৮টি ও ২৪টি উইকেট। দুজনকে ছাপিয়ে গিয়ে রশিদ সেটা পাচ্ছেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে। তবে তার আগে সুযোগ যুজবেন্দ্র চাহালকে টপকে যাওয়ার।
এখনও পর্যন্ত আইপিএলের এই মৌসুমে রশিদের উইকেট সংখ্যা ২৭। গত বছর আইপিএলে চাহাল সমান সংখ্যক উইকেট নিয়েছিলেন। এটাই এখন পর্যন্ত আইপিএলের এক মৌসুমে কোনো স্পিনারের নেওয়া সব থেকে বেশি উইকেট। সেই অর্থে গত শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে চাহালের রেকর্ড স্পর্শ করেছেন রশিদ।
আজ চেন্নাই সুপার কিংসের একটি উইকেট পেলেই চহালের রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন রশিদ। অন্যদিকে বেগুনি টুপিও জিতে নিতে পারেন তিনি। এই তালিকায় শীর্ষ পাঁচে নেই চেন্নাইয়ের কোনো বোলার। তুষার দেশপান্ডে আছেন ৬ নম্বরে।
স্পিনারদের এই তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাহির ২০১৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৬টি ইনিংস উইকেট নিয়েছিলেন তিনি। হাসরঙ্গ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২৬টি উইকেট নেন। পঞ্চম স্থানেও রয়েছেন দুজন, সুনীল রানাইন এবং হরভজন সিংহ। ওয়েস্ট ইন্ডিজ়ের নারাইন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ সালে ২৪টি উইকেট পেয়েছিলেন। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হরভজনও নিয়েছিলেন ২৪টি উইকেট।