হাবিবুর রহমান হাবিব, শাল্লা-সুনামগঞ্জ ঃ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এ প্রতিপাদ্য কে সামনে রেখে। সুনামগঞ্জের শাল্লা উপজেলা খাদ্য গুদাম বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোর ধান সংগ্রহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শাল্লা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল হক চৌধুরীর পরিচালনায় ৯ই মে মঙ্গলবার শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব উক্ত ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিম, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
এব্যাপারে শাল্লা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ২০২৩ সালের বোর ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন হয়েছে, প্রতি কেজি ধান ৩০ টাকা হারে মোট আঠারশত ৩১ মেট্রিকটন ধান অত্র গুদামে সংগ্রহের লক্ষ্যমাত্রা পাওয়া গিয়েছে।