লামা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ” কাজুবাদাম ও কপি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প ” এর আওতায় কাজুবাদাম ও কপি চাষাবাদ প্রযুক্তি বিষয়ক ০১ দিনের কৃষক প্রশিক্ষণ লামা উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে আজ মঙ্গলবার একতা মহিলা সমিতির সভা কক্ষে সম্পন্ন করা হয়েছে।
উক্ত কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন কুমার পাল অতিরিক্ত পরিচালক রাঙামাটি অঞ্চল, আরো উপস্থিত ছিলেন মোঃ নাছিম হায়দার উপ পরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয় রাঙামাটি অঞ্চল,এম এম শাহ নেয়াজ উপ পরিচালক ডিআই বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত কৃষক প্রশিক্ষণে লামা পৌর সভা, লামা সদর, রূপসীপাড়া, গজালিয়া, সরই আজিজ নগর, ফাইতং, ফাঁসিয়াখালী থেকে কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করেন।