কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
স্কুল পড়ুয়া বন্ধুদের কে নিয়ে,বন্ধুত্বের সম্পর্ক খানিকটা আলাদা করে মূল্যায়ন করার জন্যই আজ ২৫আগষ্ট শুক্রবার সন্ধ্যা রাতে ভেড়ামারা এসএসসি ৮৮ ব্যাচের অফিস কক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৩৫ তম বন্ধু দিবস পালন করা হয়।
আজকের এইদিনে বন্ধু দিবসে বন্ধুদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা হয়।ধর্ম-বর্ণনির্বিশেষে বন্ধুত্ব, ঐক্য ও ভালোবাসা ছড়িয়ে দিতে ভেড়ামারা এসএসসি ৮৮ ব্যাচের ‘বন্ধুত্বর বন্ধন অটুট থাকার জন্য মূলত এই সংগঠন।সংগঠনের সভাপতি আবু দাউদ ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ বলে,সকল বন্ধুদের প্রতিটি কৃতজ্ঞতা প্রকাশ করছি বৈরী আবহাওয়ার মধ্যেও স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তবে জীবন সহজ নয়, কিন্তু যখন ভালো বন্ধু থাকে, তখন এটা অনেক সহজ হয়ে যায়।কিবা রাত কি বা দিন। তখন ঝড়বৃষ্টি সব সমান। আজ তারই বহি প্রকাশ। ভালো বাসার টানে একত্রিত হয়ে বন্ধু মিলন হলো। ভালোবাসার মুগ্ধ চেতনা উদযাপনের জন্য, বন্ধুত্ব দিবস। প্রতি বছর অত্যন্ত উল্লাস ও আনন্দের সাথে স্মরণ করা হয় দিনটি । আজ ও তার ধারাবাহিকতায় করা হলো। মৃত: বন্ধুদের স্মরণে ও তার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নির্বতা পালন। কেক কাটা। হঁই চঁই ও পরে ইয়া ইয়া পার্কে ভুঁড়িভোজ এর মধ্যে দিয়ে বন্ধুত্বের সম্পর্ক আরো একধাপ বৃদ্ধির অঙ্গীকার ব্যাক্ত করা হয়।