কুৃষ্টিয়া প্রতিনিধি ঃ হাজার টাকার নোটের বান্ডিল পেয়েও তা ফেরত দিলেন কুষ্টিয়ার এক ইজিবাইক চালক বিপ্লব হোসেন। ওই বান্ডিলে ছিল প্রায়ই ৫০ হাজার টাকা। টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা টাকার মালিক মিউনিসিপ্যাল মার্কেটের ব্যবসায়ী শরিফুল ইসলাম।
তবে ঘর্মাক্ত আর পরিশ্রান্ত মুখে এক চিমটি হাসি দিয়ে তা বিনয়ের সাথে ফেরত দিয়ে ইজিবাইক চালক বিপ্লব বলেন, টাকাটা যেহেতু রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিতে পেরেছি এটাই বড় পাওয়া।
ঘটনার বিবরণে জানা গেছে, মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা ও পৌর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলামের ব্যবসার টাকা শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এনএস রোডে তার পাঞ্জাবীর পকেট থেকে পড়ে যায়। সেটি কুড়িয়ে পান ইজিবাইক চালক বিপ্লব।
টাকা পাওয়ার পর তিনি তাৎক্ষনিক মৌবনের অফিসে টাকার বান্ডিল জমা দেন। অফিস কতৃপক্ষ তাদের সিসি ক্যামেরা টেনে বিষয়টি নিশ্চিত হন টাকাগুলো পৌর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলামের।
পরে মৌবন কতৃপক্ষ জানতে পেরে হারিয়ে যাওয়া ওই টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।
ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, টাকাগুলো নিয়ে বাজারে যাচ্ছিলেন, মৌবনের সামনে নেমে রাস্তা পার হতে গিয়ে টাকাগুলো পড়ে যায়। তিনি বলেন, আমি ক্ষুদ্র ব্যবসায়ী। আমার কষ্টের টাকা। টাকাগুলো হারিয়ে গেলে আমি ভীষণ চিন্তায় পড়ে যায়। ইজিবাইক চালকের সততার কারণে হারিয়ে যাওয়া এতগুলো টাকা ফেরত পেয়েছেন জানিয়ে ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, এই সমাজে এখনো সৎ মানুষ আছে বলেই টাকাগুলো আমি ফেরত পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
টাকাগুলো পেয়েও বিনয়ের সাথে ফেরত দিয়ে ইজিবাইক চালক বিপ্লব হোসেন বলেন, টাকাগুলো যেহেতু রাস্তায় কুড়িয়ে পাওয়া তাই টাকাগুলো মালিকের হাতে ফেরত দিতে পেরেছি এটাই আমার প্রাপ্তি।