নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ
মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
এই গানের গীতিকারের কথা ধরেই বলতে হয় একটু সহানুভূতি কি তিন বছরের শিশু ইজমা পেতে পারে না?
তিন বছরের শিশু ইজমা আক্তার নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের হাইলোড়া গ্রামের সুমন-পারুল দম্পত্তির তৃতীয় সন্তান।
যে বয়সে ইজমার থাকার কথা পিতা-মাতা আত্মীয় স্বজনের কোলে, খেলায় ও আনন্দে মেতে থাকার কথা সহোদর ভাই-বোনদের সাথে ভাগ্যের নির্মম পরিহাসে তাকে এখন থাকতে হয় হাসপাতালের বিছানায় সহ্য করতে হয় অসংখ্য ইনজেকশন আর কেমোথেরাপির যন্ত্রণা।
তিন বছরের ফুটফুটে শিশু ইজমা বুঝতেই পারে না তার শরীরে বাসা বেঁধেছে মরনব্যাধী ক্যান্সার বিগত এক বছর যাবত।
মেয়েটিকে একবার দেখলে যে কারো চোখের জল চলে আসবে।
দিনমজুর পিতা সুমন মিয়া আপ্রাণ চেষ্টা করছে আদরের মেয়েকে বাঁচাতে।ইতিমধ্যেই সহায় সম্ভল যা আছে সব বিক্রি করেছে মেয়ের চিকিৎসার জন্য। সরকার থেকেও অনুদান পেয়েছে পঞ্চাশ হাজার টাকা।
ডাক্তার বলেছে ইজমা আক্তারকে সম্পূর্ণ সুস্থ করতে আরো দুই বছর চিকিৎসা চালিয়ে যেতে হবে। যার জন্য প্রয়োজন আরো অনেক টাকা।কিন্তু দিনমজুর পিতা সুমন মিয়ার সেই সামর্থ্য আর নেই, তাই মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতা কামনা করছে সে। সুমন মিয়া প্রতিবেদককে জানান আমার তৃতীয় সন্তান ইজমা বিগত একবছর যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমি গ্রামের একজন কৃষি শ্রমিক।আমি আমার যা ছিল সব বিক্রি করে মেয়ের চিকিৎসার খরছ বহন করছি।কিন্তু বর্তমানে আমি নিঃস্ব, আমার পক্ষে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যান্ত কঠিন হয়ে দাড়িয়েছে। আমি সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতা পেলে আমার মেয়ের জীবন রক্ষা পেত।আমার মেয়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে, আমার মেয়ের জীবন রক্ষার জন্য সকলের দোয়া ও সহযোগীতা চাই।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক মৌজালী মেম্বার বলেন ক্যান্সার আক্রান্ত শিশু ইজমা আক্তারের বাবা মোঃ সুমন মিয়া একজন দরিদ্র কৃষি শ্রমিক। মেয়েটি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর টুকটাক জমিজমা যা ছিল সব বিক্রি করেছে মেয়ের চিকিৎসার জন্য, আমি জনপ্রতিনিধি হিসেবে সরকার থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান এনে দিয়েছি মেয়েটির চিকিৎসার জন্য। কিন্তু মেয়েটির জীবন রক্ষার জন্য আরো অনেক টাকার প্রয়োজন যা ইজমার হতদরিদ্র বাবার পক্ষে একা সম্ভব নয়।
তাই আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে সমাজের বিত্তশালী মহৎ মানুষের সুদৃষ্টি কামনা করছি। আপনাদের সবার দোয়া ও সহযোগীতা পেলেই এই তিন বছরের শিশু কন্যা ইজমা আক্তার রোগমুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ইজমা আক্তারকে সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে যোগাযোগঃ ০১৭৮৫৪৬৯৯২৭(নগদ/ ইজমার বাবা মায়ের ব্যবহৃত) অথবা নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের হাইলোড়া গ্রামে মোঃ সুমন মিয়ার সাথে(মেয়ের বাবা) যোগাযোগ করতে পারবেন।