অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির কেন্দ্রে অবস্থিত একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সাততলা ওই ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ সময় প্রচণ্ড বেগে ছড়িয়ে পড়া আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এলাকাটি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির সেন্ট্রাল স্টেশনের কাছে র্যান্ডল স্ট্রিটে সাততলা ওই ভবনটি দাঁড়িয়ে, যার প্রায় সব জানালা ইতোমধ্যে ভেঙে পড়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস এবং রেসকিউ বিভাগ এনএসডব্লিউয়েরর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভবনটি ভেঙে পড়তে শুরু করেছে। প্রবল বেগে ছড়িয়ে পড়া আগুন আশপাশের বেশ কিছু ভবনেও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কিছু অ্যাপার্টমেন্টও রয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ভবনটির উপরের তলা হেলে গিয়ে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ছে। কমলা রঙের আগুনে জ্বলছে পুরো ভবনটি।
জরুরি সেবা বিভাগগুলো বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক ফায়ার সার্ভিস কর্মী এবং ২০টি ট্রাক মোতায়েন করা হয়েছে। এছাড়া ওই এলাকায় চলাচলে সতর্ক হতে বলা হয়েছে।