করোনা মহামারী চলাকালীন করোনাবিধি নিয়ম লঙ্ঘনের ঘটনায় আবারো পুলিশের তদন্তের মুখে পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।
মূলত করোনাবিধি লঙ্ঘনজনিত ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় পুলিশি জেরা করা হবে তাকে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।
২০২০–২১ সালে করোনা মহামারি চলাকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। সে সময় করোনার বিধিনিষেধ না মেনে তাঁর কার্যালয়ে একাধিক পানাহার আয়োজন করেন তিনি। এ ঘটনাকেই পার্টি গেট কেলেঙ্কারি বলা হয়। এসব অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বরিস জনসন।
জনসনের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরুর আশঙ্কার খবরটি গতকাল মঙ্গলবার দ্য টাইমস সর্বপ্রথম প্রকাশ করলে, তা আবার সামনে আসে।
দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের বাইরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্সে করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে টেমস ভ্যালি পুলিশ নতুন আলামত পর্যালোচনা করছে।
তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র। একে “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেন সেই মুখপাত্র।
লন্ডনের মেট্রোপলিটন এবং টেমস ভ্যালি পুলিশ উভয়ই বলেছে, ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের মে পর্যন্ত করোনা বিধি লঙ্ঘনের প্রাপ্ত তথ্যের মূল্যায়ন করছে তারা।