সুদানে নতুন করে বিমান হামলা এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে। যা সংঘাত প্রবণ দেশটির যুদ্ধবিরতির সবশেষ প্রচেষ্টার আশাকে ম্লান করে দিয়েছে।
মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
, আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের দেশটির সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে মূলত ক্ষমতায় বসা নিয়ে পাঁচ সপ্তাহ ধরে সহিংস লড়াই চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবাদমান এ দুপক্ষের মধ্যে চলমান এ সহিংসতা বন্ধে সাত দিনের নতুন এক যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা মঙ্গলবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫মিনিট থেকে শুরু হয়। কিন্তু, এরই মধ্যে রাজধানী খার্তুম এবং এর আশপাশের এলাকাজুড়ে নতুন করে দুপক্ষের মধ্যে লড়াইয়ের খবর জানিয়েছেপ্রত্যক্ষদর্শীরা।
খার্তুমের বাসিন্দা মো ফাদ্দৌল বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই পশ্চিমে দুটি ভারী বিমান হামলা চালানো হয়েছে। এতে আমার বাড়িটিও কেঁপে উঠেছিল। সেখানে সংঘর্ষও হয়েছে । কিন্তু পরে লড়াই বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, এলাকার বেশির ভাগ বাসিন্দাই পালিয়ে গেছেন, রাস্তায় কোন গাড়ি নেই। অল্পসংখ্যক মানুষকে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসে কিনতে বাইরে দেখা গেছে। তবে সেনাবাহিনীর প্রধান বিমানঘাঁটি থাকা শহরটিকে ‘প্রায় ভূতুড়ে শহর’ বলে উল্লেখ করেছেন ফাদ্দৌল।
এদিকে স্থানীয় বেসামরিক নাগরিকরা বার্তা সংস্থা রয়টার্সকে খার্তুমের যমজ শহর ওমদুরমান ও বাহরিতে গোলাগুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো বড় কোন সহিংসতার খবর জানায়নি তারা।
সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আনুষ্ঠানিক আলোচনার পর নতুন এই যুদ্ধবিরতি দেশটির সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে আধাসামরিক বাহিনী আরএসএফ একটি যুদ্ধবার্তা জারি করে।