সুদানে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে।
সৌদি আরবের জেদ্দায় গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় এ চুক্তি হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।
চুক্তি সইয়ের ৪৮ ঘণ্টা পর থেকে সাত দিনের এ যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় পক্ষ সম্মত হলে এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
এর আগেও বার বার যুদ্ধবিরতি দিয়ে বার বার তা লঙ্ঘন করা হয়েছে, তাই এবারের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র-সৌদি আরব এবং আন্তর্জাতিক দলগুলো দ্বারা পর্যবেক্ষণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
চুক্তিতে মানবিক সহায়তা বিতরণ, প্রয়োজনীয় পরিষেবাগুলি পুনরুদ্ধার এবং হাসপাতাল থেকে দুই বাহিনীর জনবল প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
ক্ষমতা দখলকে কেন্দ্র করে গত ১৫ এপ্রিল সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তাঁর সাবেক উপপ্রধান মোহাম্মেদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছে ১০ লাখের বেশি মানুষ।