সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইত গভর্নরেটে ভারী বর্ষণ এবং শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবারের( ১৯ মে) আকস্মিক এই বৃষ্টিতে দক্ষিণ পশ্চিমের এ অঞ্চলটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে যানবাহন এবং রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, আসির ছাড়াও দেশটির দক্ষিণাঞ্চল এবং রাজধানী রিয়াদেও ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ সময় বজ্রপাতের সঙ্গে ‘প্যাপিরাস’ গাছ ভেঙে পড়েছে। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি হওয়ায় দেশটির বিভিন্ন উপত্যকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আকস্মিক এই বর্ষণ এবং শিলাবৃষ্টির পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে চারপাশের ভোগান্তির নানা চিত্র দেখা গেছে।
রিয়াদের পশ্চিম অংশে, উত্তর এবং উত্তর সীমান্তের পূর্বাঞ্চলে কালো মেঘে ছেয়ে আছে আকাশ। এ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশজুড়ে মাঝারি থেকে ভারী বজ্রপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। এতে দেশজুড়ে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দেশটির বেসামরিক প্রতিরক্ষা মহাপরিদপ্তর চরম বৈরী এই আবহাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে উপত্যকা ও বাঁধসহ আকস্মিক বন্যাপ্রবণ স্থানগুলো এড়িয়ে চলতে জনসাধারণকে পরামর্শ দিয়েছে তারা।