অব্যাহত সমালোচনার মধ্যেই মাদক বিক্রির অভিযোগে আরও তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। মাদক সংক্রান্ত অপরাধে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি। রবিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়- দণ্ডপ্রাপ্তরা হলেন শাহাব মানসৌরনাসাব, সামাদ গেরভান্দ এবং সাঈদ গেরভান্দ। তাদের কাছ থেকে ৩৯ গ্রাম হেরোইন এবং প্রক্রিয়াজাত মাদক ও প্রক্রিয়াজাতকরণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।
ইরানের বিচার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, রাজধানী তেহরানে মাদক বিক্রির পরিকল্পনা স্বীকার করার পরে অভিযুক্তদের করাপশন অন আর্থ- আইনে দোষী সাব্যস্ত করা হয়।
ইরানের আইনে কোনও ব্যক্তির কাছে ৩০ গ্রামের বেশি হেরোইন পাওয়া গেলে তাদের মৃত্যুদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
এদিকে এই খবর তখনই এলো যখন একদিন আগে শাহরোজ অ্যালেক্স সোখানভারি নামের এক ব্যক্তিকে মানবপাচার এবং পতিতাবৃত্তির জন্য মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।