পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনায় জড়িত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে জড়িত থাকায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের। শুক্রবার (১৯ মে) ইরানের বিচার বিভাগ এ কথা জানায়।
মিজান অনলাইন বলছে, দণ্ডপ্রাপ্তরা হলেন মজিদ কাজেমি, সালেহ মিরহাশেমি এবং সাঈদ ইয়াঘুবি। মামলার প্রমাণ ও নথি এবং অভিযুক্তদের জবানবন্দিতে স্পষ্ট যে তাদের গুলি চালানোর ফলে মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য শহীদ হয়েছে।
গত বছর পুলিশ হেফাজতে মাহসার মৃত্যুর পর দেশটি বিক্ষোভে উত্তাল হয়ে উঠে। এ সময় হাজার হাজার ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। নিহত হয় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ জন। কাজেমি, মিরহাশেমি এবং ইয়াঘুবিকে গত নভেম্বরে গ্রেপ্তার করা হয় এবং জানুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।