২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে কমপক্ষে ১০০ কোটি ডলারের অস্ত্র আমদানি করেছে মিয়ানমারের সেনাবাহিনী। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুস এ দাবি করেন। বৃহস্পতিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউইয়র্কে প্রকাশিত একটি প্রতিবেদনে টম অ্যান্ড্রুস দাবি করেন, বেশিরভাগ অস্ত্র রাশিয়া, চীন এবং সিঙ্গাপুরের প্রতিষ্ঠান থেকে আমদানি করেছে মিয়ানমার।
তিনি আরও বলেন, অস্ত্র, দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি এবং রপ্তানিকৃত অস্ত্র তৈরিতে ব্যবহৃত উপকরণগুলো অভ্যুত্থানের দিন থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রপ্তানি করা হয়েছে।
আল জাজিরা বলছে, প্রতিবেদনে প্রায় সাড়ে ১২ হাজারের বেশি স্বতন্ত্র ক্রয় বা রেকর্ড করা চালান চিহ্নিত করা হয়েছে। এসব চালান সরাসরি পৌঁছেছে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে কাজ করা দেশটির অস্ত্র ব্যবসায়ীদের কাছে।
এতে আরও বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীকে সরবরাহ করা পণ্যের বৈচিত্র্য এবং পরিমাণ বিস্ময়কর। তারা যুদ্ধবিমান থেকে ড্রোন, যোগাযোগ সরঞ্জাম এবং নৌবাহিনীর জাহাজের জন্য অস্ত্র ও সরঞ্জাম গ্রহণ করেছে