ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্র বাখমুতে রুশ বাহিনীর হামলায় মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের এক সাবেক সেনা নিহত হয়েছেন।
রাশিয়ার বেসরকারি ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান মঙ্গলবার এক ভিডিওর মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি তুলে ধরেন। বার্তা সংস্থা সিএনএন এ খবর জানিয়েছে।
এনজিও প্রতিষ্ঠান এএফজিফ্রি এর প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল পেরি ব্ল্যাকবার্ন জানান, নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত স্টাফ সার্জেন্ট নিকোলাস মাইমার তার অলাভজনক প্রতিষ্ঠানে একত্রে কাজ করতেন।
ব্ল্যাকবার্ন জানান, “তিনি হয়তো বা ধসে পড়া ভবনে আটকা পড়েছিলেন অথবা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মারা গেছেন”।
মূলত মঙ্গলবার রাশিয়ার সামরিক ব্লগারদের পোস্ট করা এক ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিন একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্যে পড়ে থাকা একজনের লাশ দেখান। এটি এক মার্কিন নাগরিকের লাশ বলে তিনি উল্লেখ করেন। এরপরই মার্কিন সাবেক এই সেনাকে চিহ্নিত করা হয়।
ভিডিও ক্লিপটিতে দেখা যায় যে ওয়াগনার প্রধান রাতে তার লোকদের সাথে হাঁটছেন এবং এ সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এটি কোথায় বা কখন ভিডিও করা হয়েছে তা জানা যায়নি।
লাশের পাশে দাঁড়িয়ে প্রিগোজিন বলেন, ‘তিনি আমাদের মোকাবিলা করতে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।’
পুরো নাম উল্লেখ না করে প্রিগোজিন ক্যামেরাতে একটি সৈনিকের পরিচয়পত্র দেখায়।
ওয়াগনার প্রধান বলেন, ‘আমরা তার মরদেহ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেবো। আমরা মার্কিন পতাকা দিয়ে জড়িয়ে একটি কফিনে মরদেহ রাখবো। আর এসব করবো সম্মানের সাথে, কারণ তিনি দাদার বিছানায় মারা যাননি, তিনি মারা গেছেন যুদ্ধক্ষেত্রে।’
ভিডিওটির সত্যতা যাচাই করতে মাইমারের পরিবারের সাথে সিএনএন যোগাযোগ করলেও তারা কোন মন্তব্য করেনি। তবে মাইমারের চাচা পল আইডাহো ভিডিওটি দেখে মৃতদেহটি মাইমারের বলে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সিএনএন।