করোনা মহামারির বিধিনিষেধ তুলে নেয়ার পর আসন্ন হজ মৌসুম নিয়ে নিজেদের পূর্ণ পরিকল্পনা প্রকাশ করেছে সৌদি আরব।
২০২০ সালে সারা বিশ্বজুড়ে আঘাত হানা করোনা মহামারির পর এবারই সবচেয়ে বড় পরিসরে হজের পরিকল্পনা করেছে দেশটি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় সৌদি আরবের বার্তা সংস্থা আল আরাবিয়া।
চলতি বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রম ২৬ জুন থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এ ছাড়া হাজিরা যেনো নির্বিঘ্নে হজ করতে পারেন সেজন্য ১৪ হাজার কর্মীর পাশাপাশি ৮ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।
সারাবিশ্ব জুড়ে করোনা মহামারির প্রাদুর্ভাব কমে যাওয়ায় প্রথমবারের মত হজযাত্রীদের সংখ্যার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। এছাড়া হজযাত্রীদের উপর থেকেও সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এবার বিশ্বের ২৬ লাখ মুসল্লির ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে পবিত্র কাবা প্রাঙ্গণ।
এবারের পরিকল্পনায় আরও বলা হয়েছে, মক্কার হারাম শরীফ এবং মদিনার মসজিদে নববীতে বিনামূল্যে ৩ লাখ পবিত্র কোরআন বিতরণ করা হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের সুবিধার্থে ৫১টি ভাষায় অনুবাদক এবং গাইডের ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া কোরআন তেলাওয়াত এবং হিফজের ওপর বিভিন্ন কর্মশালা ব্যবস্থাও থাকবে।
এছাড়া জেনারেল প্রেসিডেন্সির মাধ্যমে মক্কা ও মদিনায় ৩০ হাজার বিতরণ কেন্দ্রে প্রতিদিন অন্তত ২ মিলিয়ন লিটার এবং সব মিলিয়ে ৪০ মিলিয়ন লিটার জমজমের পানি বিতরণ করা হবে। হাজিদের সুবিধার্থে মোবাইল অ্যাপস, রোবটসহ বিভিন্ন ডিজিটাল সুবিধাও থাকবে এবারের হজে।