এন আর ডি ডেস্ক নিউজ ঃ
ইউক্রেনের ওডেসায় রাতজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। সেইসঙ্গে বন্দরের কার্গো টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওডেসার বন্দরগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এর আগে গতকাল বুধবার ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ছোড়া ৩৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনীর অফিশিয়াল চ্যানেলে লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচাক বলেছেন, ২৬ জুলাই ৩৬টি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
তবে ইউক্রেনের কোথায় এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যানুসারে, ইউক্রেনীয় বাহিনী গতকাল বিকেলে রাশিয়ার প্রথম দফার সিরিজ হামলায় তিনটি কালিবর ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ছাড়া সন্ধ্যা নাগাদ ৩৩টি এক্স-১০১ এবং এক্স- ৫৫৫ মডেলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না- তা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। পরবর্তীতে গতকাল সন্ধ্যায় ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য বিমান বাহিনীকে ধন্যবাদ জানান।
তিনি বলেছেন, ইউক্রেনের আকাশ ব্যবস্থাকে যারা রক্ষা করছে তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে