এন আর ডি ডেস্ক নিউজ ঃ
মার্কিন পার্লামেন্ট ক্যাপিটল হিলে দাঙ্গায় মদদ দেয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে। খবর: বিবিসির।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন, রবিবার রাতে সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ তাকে জানিয়েছেন যে তাকে লক্ষ্য করে তাদের তদন্ত চলছে। বেশিরভাগ সময়েই যার অর্থ গ্রেপ্তার এবং অভিযোগনামা দায়ের।
ট্রাম্প দাবি করেছেন, তাকে একটি চিঠি পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে যে আমি ৬ জানুয়ারির গ্র্যান্ড জুরি তদন্তের একটি টার্গেট এবং আমাকে গ্র্যান্ড জুরির কাছে আত্মসমর্পণের জন্য মাত্র চার দিন সময় দেয়া হয়েছে।
ফৌজদারি অপরাধের জন্য ট্রাম্পের বিরুদ্ধে এটি হবে তৃতীয় অভিযোগ। অন্য অভিযোগের মধ্যে রয়েছে গোপনীয় সরকারি দলিল অপব্যবহার।
এছাড়া ২০১৬ সালে নিউইয়র্কে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখার জন্য তাকে গোপনে অর্থ প্রদানের ব্যাপারে মিথ্যাচারের অভিযোগও আনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।