এন আর ডি ডেস্ক নিউজ ঃ
মার্কিন ধনকুবের ও বিনিয়োগকারী জর্জ সোরোসের সন্তান আলেকজান্ডার সোরোস তার বাবার প্রতিষ্ঠানে যোগ দেওয়ার এক মাসের মাথায় ৪০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন। বুধবার (০৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ফরচুনের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত মাসে ৩৭ বছর বয়সী ছেলের কাছে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন ধনকুবের বাবা। স্বেচ্ছাসেবী সংস্থাটি ১৯৯৩ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। গত শুক্রবার ওপেন সোসাইটি ফাউন্ডেশন বোর্ড তার অপারেশনাল কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আনার ঘোষণা দেয়।
সংস্থাটির এক মুখপাত্র বলেন, শীর্ষ নেতৃত্বকে স্থানীয় প্রয়োজনীয়তা এবং আমাদের কর্মচারী-প্রতিনিধিদের প্রতি বাধ্যবাধকতা অনুসারে নতুন পদ্ধতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে বোর্ড। আমরা আশা করি প্রস্তাবিত নতুন মডেল বাস্তবায়নের সাথে আমাদের বর্তমান সংস্থাটি আরও সুশৃঙ্খল হবে।
প্রায় এক হাজার কর্মী থাকা ওপেন সোসাইটি ফাউন্ডেশনে বর্তমানে মাত্র ৮০০ জন কর্মী রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের মতে, কর্মী ছাঁটাই এবং অন্যান্য সাংগঠনিক পরিবর্তন বর্তমান উন্মুক্ত ও মুক্ত সমাজের হুমকিস্বরূপ শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা বাড়িয়ে তুলবে।