তুরস্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির জনগণ। এখন ভোট গণনা প্রায় শেষের দিকে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। ফলে শুধু প্রেসিডেন্ট পদে নির্বাচন গড়াচ্ছে দ্বিতীয় দফায়। রানঅফ বা দ্বিতীয় দফায় এই ভোট হবে আগামী ২৮ মে।
এদিকে, পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট পিপলস অ্যালায়েন্স। ৯৮ দশমিক ৬১ শতাংশ ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ শতাংশ। ৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ওগান।
কামাল কিলিচদারোগলু প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী ২৮ মে প্রেসিডেন্ট নির্বাচন যদি রান অফে যায় তবে তিনি জয়ী হবেন। তিনি বলেন, ‘যদি আমাদের জাতি দ্বিতীয় রাউন্ড বলে, আমরা একেবারে দ্বিতীয় রাউন্ডে জিতব।’
প্রেসিডেন্ট এরদোয়ান জানান, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কিলিচদারোগ্লুর থেকে অনেক এগিয়ে আছেন, যদিও প্রথম রাউন্ডে তিনি তার জয়ের ব্যাপারে নিশ্চিত নন। আঙ্কারায় তার দলের সদর দপ্তরে বক্তৃতাকালে এরদোগান বলেছিলেন যে তিনি প্রধান বিরোধী প্রার্থীর চেয়ে ২.৬ মিলিয়ন ভোট এগিয়ে রয়েছেন। তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক জীবনে ব্যতিক্রম ছাড়া আমরা সর্বদা জাতীয় ইচ্ছার সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা এই নির্বাচনেও এটাকে সম্মান করি এবং আগামী নির্বাচনেও আমরা এটাকে সম্মান করব। আমরা বিশ্বাস করি আমরা জিতব।’
উল্লেখ্য, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর আগেরবার জয়ী হওয়ার সময়ও নির্বাচন গড়িয়েছিল রানঅফ বা দ্বিতীয় দফায়। সেসময় তিনি রানঅফ-এ জয়ী হয়েছিলেন। সূত্র: আলজাজিরা।