বিশ্বনাথ প্রতিনিধি।
সৌদি আরব, তুরস্কসহ অন্যান্য মুসলিমপ্রধান দেশের ন্যায় জার্মানিতেও শুরু হয়েছে রমজান মাস। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সবকিছুর দাম বেশ বেড়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও।
বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোর মতো সিয়াম সাধনার মাসকে স্বাগত জানিয়েছেন জার্মানিতে বসবাসরত প্রবাসীরা। তবে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশটিতে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন। এ অবস্থায় বিপাকে পড়তে হচ্ছে জার্মানিতে বসবাসরত প্রবাসীদের।
তারা জানান, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে । প্রতিনিয়ত শাকসবজির দামও বাড়ছে। তাতে দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে।
কিন্তু রোজাদারদের কথা মাথায় রেখে কম দামে দেশীয় ঐতিহ্যবাহী ইফতারের সুব্যবস্থা নিয়েছে বার্লিনের প্রবাসী তরুণদের সংগঠক বঙ্গ বউলস।
এ বিষয়ে সংগঠনটির এক নারী উদ্যোক্তার সাথে কথা হলে তিনি বলেন যে প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে এ বছর স্বল্পমূল্যে ইফতারের আয়োজন করা হয়েছে। এ আয়োজনটি প্রবাসী বাংলাদেশিসহ সবার জন্য উন্মুক্ত রয়েছে।
এদিকে শলজ প্রশাসনের পক্ষ থেকে জার্মানিতে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি কমানোসহ প্রণোদনার উদ্যোগ গ্রহণ করা হলেও খুব
একটা লাভ হচ্ছে না। এই অবস্থায় সমস্যায় জর্জরিত হয়ে গেছেন প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরা।
প্রবাসী ব্যবসায়ীরা বলেন, দোকানভাড়া মিটিয়ে কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে।
আর জার্মানিসহ বিশ্বের অন্য দেশগুলোর অর্থনীতির ভঙ্গুর দশার জন্য চলমান যুদ্ধাবস্থা দায়ী বলে দাবি করেছেন দেশটির অর্থনীতিবিদরা।
NRD TV, আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
Source:
NRD NEWS
Via:
NRD TV