গেলো জুন মাসে রাষ্ট্রীয় গোপন নথি লুকিয়ে রাখা ও অব্যবস্থাপনার কারণে ফৌজদারি অপরাধের ৩৭ দফা অভিযোগ আনা হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
এবার সেই নথিসংক্রান্ত ট্রাম্পের নতুন একটি অডিও রেকর্ড সিএনএনের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন এই সংবাদমাধ্যমটি। ফাঁস হওয়া কথোপকথনে ২০২১ সালের জুলাই মাসে নিউ জার্সির বেডমিনিস্টারে ট্রাম্প বলেছেন, তার কাছে রাষ্ট্রীয় গোপন নথি আছে যা তিনি মহাফেজখানায় জমা দেননি।
এ ছাড়া অডিও বার্তায় সাবেক এই প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, তিনি ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে পেন্টাগনের একটি নথি নিজের কাছে রেখেছেন।
অডিও বার্তাটি সর্বপ্রথম সিএনএনের ‘অ্যান্ডারসন কুপার ৩৬০’ অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। কথোপকথনের নতুন কিছু বিবরণ রয়েছে যা বিচার বিভাগীয় তদন্ত কর্মকর্তা জ্যাক স্মিথের কাজে আসবে বলছে সিএনএন।
দুই মিনিটের অডিও বার্তাতে, ট্রাম্প এবং তার সহযোগীরা হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে রসিকতাও করেন। কথোপকথনে ট্রাম্পকে বলতে শোনা যায়, নথিটি ছিল ‘গোপন তথ্য’।
সে সময় ট্রাম্পের কর্মী বলেন, হিলারি সব সময় এটা প্রিন্ট আউট করতেন, আপনি জানেন। তার ব্যক্তিগত ইমেইল।”
উত্তরে ট্রাম্প বলেন, ‘না, তিনি এটি অ্যান্টনি ওয়েনারের কাছে পাঠাবেন’। সাবেক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যানকে উল্লেখ করে তখন রুমে হাসির উদ্রেক তৈরি হয়।
যদিও শুরু থেকেই এসব অভিযোগ নাকচ করে নিজেকে নির্দোষ দাবি করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।