পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে বিয়ে করতে চান ব্রিটেনের এক টিকটক তারকা। তার দাবি ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির জীবন-যাপনের ধারা স্বামীর ঝকঝকে জীবনের সঙ্গে মেলে না। ইমরানের জীবনে গ্ল্যামার দরকার। আর তিনি সেই গ্ল্যামার গার্ল হবেন।
ব্রিটেনের ওই টিকটক তারকার নাম জিয়া খান। তিনি জানিয়েছেন, তিনি শুধু ইমরানকে বিয়ে করতেই চান না, বুশরার সঙ্গে তার বিচ্ছেদও করাতে চান। একটি টিকটক ভিডিও তৈরি করে নিজের বক্তব্য জানিয়েছেন জিয়া।
ভিডিওতে জিয়া বলেন, ইমরানের ভক্ত তিনি। সুযোগ পেলে ইমরানের চতুর্থ স্ত্রী হতে তার কোনও আপত্তি নেই। বরং তিনি ইমরানের স্ত্রী হলে কেমন স্ত্রী হবেন, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন। খবর ডিএনএ ইন্ডিয়ার।
তিনি বলেন, ‘আমি ইমরানের জীবনে জৌলুস ফিরিয়ে আনতে চাই। ওর প্রথম জীবনে জামাইমা ছিলেন। তারপর এক সুন্দরী সাংবাদিককে বিয়ে করেছিলেন। কিন্তু এরপর বুশরাকে বিয়ে করে ধার্মিক জীবন-যাপন শুরু করেছেন ইমরান। জিয়া মনে করেন, ইমরানের আসলে একটা দুষ্টু বউ দরকার।
জিয়া অবশ্য জানিয়েছেন, তিনি নিজেই এই অভাব পূরণ করতে চান। তবে এই টিকটক তারকার বয়স কত তা এখনও জানা যায়নি। যদিও ইমরানের বয়স এখন ৭০।