মিয়ানমার জান্তার অতর্কিত হামলায় মাগওয়ে অঞ্চলের স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীর আট সদস্য নিহত হয়েছে। এ সময় আরও দুই বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়। তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (২৯ মে) সন্ধ্যায় অঞ্চলটির দে দোয়াত কান গ্রামের মিনহলা টাউনশিপের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
থাইল্যান্ডভিত্তিক মায়ানমারের অনলাইন সংবাদামাধ্যম দ্য ইরাবদ্দিকে বৃহস্পতিবার (০১ জুন ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী ‘ঈগল ফোর্স পিপলস ডিফেন্স’ (পিডিএফ)। থায়েত জেলায়ও সক্রিয় এই গোষ্ঠী। এ জেলার ব্যাটিলয়ন ফোর-এর কর্মকর্তা কো মায়াত জানিয়েছেন, পিডিএফের সদস্যরা এবং দুই বেসামরিক নাগরিক একটি ট্রাকে করে যাচ্ছিল। এ সময় গোপান খবরের ভিত্তিতে কাজ করা মিয়ানমার জান্তার একটি দল এক তল্লাশিচৌকিতে তাদের ট্রাক থামায়।
দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে এক পর্যায়ে পিডিএফের ছয় সদ্যস এবং ওই দুই বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। পরে জান্তা সেনারা নিকটবর্তী একটি এলাকা পরিষ্কার করার সময় প্রতিরোধ গোষ্ঠীর আরেক সদস্য এবং অষ্টম শিকারকেও গুলি করে হত্যা করে।
তিনি সংবাদামাধ্যম ইরাবদ্দিকে আরও বলেন, ‘পিডিএফ সদস্যদের আসার এই খবর ফাঁস হয়েছিল। তারা একটি মিশন শেষ করে ফেরার সময়ই অতর্কিত এ হামলা চালানো হয়। প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলি চলে। এ সময় এক সৈন্যও আহত হয়।
এদিকে দেশটির জান্তাপন্থি টেলিভিশন টেলিগ্রাম জানিয়েছে, সংঘর্ষের পরে পিডিএফ যোদ্ধাদের আটটি মৃতদেহ এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মাগওয়ে অঞ্চলটি মিয়ানমারের প্রতিরোধ গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।