প্রথমবারের মতো কোনো বেসামরিক নভোচারীকে মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে চীন। দেশটির মহাকাশ স্টেশন তিয়ানগং থেকে ক্রুড মিশনের অংশ হিসেবেই মঙ্গলবার (২৯ মে) তাকে পাঠানো হবে।
সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
চায়না ম্যান্ড স্পেস এজেন্সি এদিন বলেছে, অ্যারোনটিক্স বিশেজ্ঞ গুই হাইচাও চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। ক্রুড এ মিশনে তার সঙ্গে আরও দুই নভোচারী রয়েছেন।
গুই’ই চীনের প্রথম বেসামরিক নভোচারী যিনি মহাকাশে প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছেন। এর আগে যারা মহাকাশে গেছেন , তাদের সবাই দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পিপলস লিবারেশন আর্মির সদস্য।
মহাকাশ সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, গুই হাইচাও বেইজিং বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্স ও অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক। ‘এ মিশনে মূলত মহাকাশ বিজ্ঞানের পরীক্ষামূলক পেলোডগুলোর অন-অরবিট অপারেশনের দেখাশোনা করবেন তিনি।‘
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে ,মঙ্গলবারের মিশনের কমান্ডার হলেন জিং হাইপেং। এটি মহাকাশে তার চতুর্থ যাত্রা। এদিকে তৃতীয় নভোচারী হলেন প্রকৌশলী ঝু ইয়াংঝু।
আগামী ২০৩০ সালের মধ্যে চাদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের।