বিশ্বনাথ প্রতিনিধি।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বলেছেন চলতি বছর হজে সৌদি সরকার বাংলাদেশি হাজিদের বি ও সি ক্যাটাগরিতে টাকা কমিয়ে এনেছে, এই দুই ক্যাটাগরিতে কি পরিমাণ টাকা কমেছে তা আনুষ্ঠানিক ভাবে বুধবার ঘোষণা দেয়া হবে।
মঙ্গলবার দুপুরে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছর হজে প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধির প্রস ফরিদুল হক বলেন, গত বছরের চেয়ে চলতি বছর সৌদি মুদ্রা এক রিয়ালে বাংলাদেশি টাকা ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সৌদি সরকার সুযোগ সুবিধা বৃদ্ধি করায় অতিরিক্ত এক লাখ টাকা বৃদ্ধি হয়েছে।
যারফলে হজে বেশি খরচ হচ্ছে এবার।
সকল ধর্মের মানুষের সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করতে এই সংলাপের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-০১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ রত্না আহমেদ ছিলেন সেখানে উপস্থিত। সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা যোগদান করেন।
প্রতি মূহুর্তের সর্বশেষ তথ্য জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটি।
youtube.com/c/nrdtv1